আমাদের সম্পর্কে

প্রতিবেশ, সমাজ ও সংস্কৃতি চর্চাকেন্দ্র


আমরা যে সামাজিক ব্যবস্থার মধ্যে বাস করছি তা নিঃসন্দেহে কর্পোরেট সংস্কৃতির উচ্ছিষ্ট, অবশিষ্টাংশ। মানুষের মূল্যবোধ, সামাজিক সম্পর্ক ও পরিবেশ-প্রকৃতি নিয়ে এখন আর আমাদের নিজস্ব কোনো ভাবনা-চিন্তা নেই। আবার সামাজিক ও সাংস্কৃতিক পরিসরে রয়েছে যুক্তিহীনতা ও ব্যক্তিকেন্দ্রিকতা, যা আমাদের সমাজ ও রাষ্ট্রকে নতুন মাত্রা দিয়েছে। এ মাত্রায় এসে মানবিকতা, শিক্ষা ও সংস্কৃতি সবকিছুই পণ্যের চরিত্র অর্জন করেছে। সৌহার্দ্য, প্রীতি ও সম্প্রীতি অপেক্ষা কমার্স এখানে গুরুত্বপূর্ণ ও অতীব জরুরি কথ্যভাষা। সংস্কৃতি ও রাজনীতির অর্থ এখন আর মানসিক সমৃদ্ধি ও সমতা বিধানের উপায় নয়। সবই পরিণত হয়েছে ভোগবাদের সহজ ও সুলভ উপকরণে — এসব উপকরণ আমাদের মনন ও মগজকে গিলে খাচ্ছে যা মূলত জীবন-যাপনের সঙ্গে ভোগবাদকে গুলিয়ে জীবনদর্শনের উপায়ে পরিণত করছে।।এ অবস্থা চলতে থাকলে মানুষের মনন, চেতনা ও বোধ কখনোই অন্ধকারের নিমজ্জন থেকে জেগে ওঠবে না। আলোর মুখোমুখি হবে না।এই নিমজ্জন রোধ করতে হলে তথ্যকে তথ্য দিয়ে, যুক্তিকে যুক্তি দিয়ে মোকাবেলা করার সংস্কৃতি আমাদের সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। এ উদ্যোগ কে সামনে রেখেই ‘প্রতিবেশ, সমাজ ও সংস্কৃতি চর্চাকেন্দ্র’ এর বিকাশ।


চর্চাকেন্দ্র উপর্যুক্ত ভাবনাকে সামনে রেখে আমাদের পরিবেশ-প্রকৃতি, হারিয়ে যাওয়া মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার যুক্তিযুক্ত ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রতিশ্রুতি নিয়েছে। এই প্রতিশ্রুতির বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের অংশ হিসেবে পরিকল্পনা নিয়েছে ‘মুক্তবাক’ নামে একটি ষাণ্মাসিক পত্রিকা প্রকাশের ।
বিদ্যমান সামাজিক, রাজনৈতিক, দার্শনিক ও পরিবেশ-প্রকৃতি নিয়ে উত্থাপিত বিতর্ক সম্পর্ক আমাদের ভাবনা উক্ত পত্রিকায় স্থান পাবে।