পৃথিবীর পরিবেশ, সমাজ ও মানবসভ্যতা বহুমুখী বিপর্যয়ের মুখোমুখি। এই বিপর্যয়ের একটি
দৃশ্যমান অবস্থা হলো বিশ্ব অর্থনৈতিক মন্দা। দেশে দেশে মুদ্রাস্ফীতি মানুষের জীবন যাপনকে
ভয়াবহ পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দিয়েছে। অন্যদিকে শিল্পের একতরফা বিকাশ ও
অতিমাত্রায় যন্ত্রনির্ভরতা এ বিপর্যয়কে বহুমুখী চরিত্র দিয়েছে । অথচ এ অবস্থা থেকে
পরিত্রাণের জন্য প্রতিবেশিক, সামাজিক ও অর্থনৈতিক পরিসরে বিপ্লবাত্মক কোনো
পরিবর্তনের প্রচেষ্টা আমরা লক্ষ করছি না।
প্রযুক্তি ও শিল্পের মাত্রাহীন উল্লম্ফন, জৈব ও তথ্য প্রযুক্তির দিগন্ত প্রসারণ তথাকথিত
অর্থে আয়েসী জীবনের নিশানা দেখালেও তা আমাদের নতুন নতুন সমস্যার গর্তে ঠেলে দিচ্ছে।
পরিবেশ-প্রকৃতি ধ্বংসের মধ্য দিয়ে আমরা যে উন্নয়নের অহমিকা করছি পরিণতিতে তা আমাদের
জীবন ও স্বাস্থ্য উভয়কে বিপন্ন করে তুলছে। বিশুদ্ধ বায়ুর পরিবর্তে বাতাসে বিষ আর শিশা,
নির্মল জীবন থমকে যাচ্ছে ক্ষুধা, পুষ্টিহীনতা ও অর্থনৈতিক মন্দার কাছে। প্রযুক্তির বহুমুখী
ব্যবহার ও পরিবেশ দূষণের ফলে সৃষ্টি হচ্ছে নতুন নতুন ডিজিজ-ভেক্টর। বিপন্নতার শিকার
হচ্ছে আমাদের পরিবেশ-প্রকৃতি, বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণতা। সর্বোপরি আমাদের পরিকল্পনা,
পৃথিবী ও তার পরিবেশ-প্রকৃতি নিয়ে চলমান ভাবনা-চিন্তা যদি নতুন করে বিন্যস্ত না করি তাহলে
প্রাণ ও প্রকৃতি অস্তিত্বের সংকটে পড়বে। এই সংকট অতিক্রমণের জন্য আমাদের ভাবনা,
চিন্তা ও পরিকল্পনায় আমুল পরিবর্তন আনা জরুরি। মুক্তবাক সেই প্রচেষ্টারই অংশীদার
হতে চাই।
প্রতিবেশ, সমাজ ও সংস্কৃতি বিষয়ক গবেষণা পত্রিকা ‘মুক্তবাক’ এর প্রথম সংখ্যা প্রকাশিত হচ্ছে সেপ্টেম্বর’ ২০২০ থেকে।
উক্ত সংখ্যায় লেখা প্রেরণ করুন।
১. প্রবন্ধ জমা দেবার শেষ তারিখ : ২৮ আগস্ট’ ২০২০
২. পত্রিকার ওয়েবসাইট : www.protisom-muktobak.com এ লেখক নির্দেশিকা দেখুন-
www.protisom-muktobak.com/author-guidline
প্রয়োজনে যোগাযাগ : সম্পাদক
আনোয়ারুল্লাহ ভূঁইয়া
ই-মেইল: anwarullah1234@yahoo.com
info@protisom-muktobak.com